ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৭, ২১ জানুয়ারি ২০১৯

রাঙ্গাবালীতে  ইউপি সদস্য  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় প্রথমে গণধর্ষণ এবং পরে কিশোরী সীমা আক্তারকে নির্মম হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে ৮ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। রাঙ্গাবালী পুলিশ এদিন রাতেই মামলার অন্যতম আসামি উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার নবিনূর রহমানকে (৪০) গ্রেফতার করেছে। ১৩ বছর বয়সী কিশোরী সীমার বাড়ি রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে। সে রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। গত বছরের ২৪ অক্টোবর নিজ বাড়িতে সীমা গণধর্ষণের পর হত্যার শিকার হয়। এ ঘটনার তিন মাস পর চলতি বছরের ৩ জানুয়ারি পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশী অভিযোগ দায়ের করা হয়। সীমার মা তাসলিমা বেগম বাদী হয়ে এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
×