ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লিগ্যাসি ফুটওয়্যারের বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৪:০৮, ২১ জানুয়ারি ২০১৯

 লিগ্যাসি ফুটওয়্যারের বোনাস বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের সর্বশেষ হিসাব বছরের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চামড়া খাতের কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক। আলোচ্য সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ৫৭ পয়সা। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এর ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন হিসাব বছরে ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। এক বছরে কোম্পানিটির ইপিএস হয় ১.১১ টাকা। ৩০ জুন ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৭৫ পয়সায়। ডিএসইতে রবিবার লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারের সর্বশেষ দর ১ দশমিক ৭০ টাকা কমে দাঁড়ায় ২০৭ টাকায়। দিনভর দর ২০৫ টাকা থেকে ২১৮.৭০ টাকার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ২০৭ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২০৮.৭০ টাকা। এদিন ১ হাজার ৯৮৮ বারে এ কোম্পানির মোট ২ লাখ ৮১ হাজার ৫৪১টি শেয়ার লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৫১ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৮০ টাকা। ২০০০ সালে শেয়ারবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভ ৬ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১১ দশমিক শূন্য ৩, বিদেশী ৬ দশমিক ১২ ও বাকি ৫২ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ১১৮ দশমিক ৯৭, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ২৮ দশমিক ৭৬।
×