ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাহজিবাজার পাওয়ারের এজিএম ২৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৪:০৮, ২১ জানুয়ারি ২০১৯

 শাহজিবাজার পাওয়ারের এজিএম ২৭ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ৩ শতাংশ দেয়া হবে বোনাস আকারে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩২ টাকা ৯৫ পয়সা। ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় খামারবাড়ির কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৩ ডিসেম্বর। হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮-এর এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ২৫ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে শাহজিবাজার পাওয়ার। পাশাপাশি ১৬ শতাংশ নগদ লভ্যাংশও দিয়েছে কোম্পানিটি। সে বছর কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৪ পয়সা। ৩০ জুন ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৩৪ টাকা ৪৯ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয় শাহজিবাজার পাওয়ার। ২০১৫ হিসাব বছরের জন্য ২৮ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ডিএসইতে রবিবার শাহজিবাজার পাওয়ার শেয়ারের সর্বশেষ দর ৪ দশমিক ২৭ শতাংশ বা ৪ দশমিক ৪ টাকা বেড়ে দাঁড়ায় ১০৬ টাকা ৩০ পয়সায়। দিনভর দর ১০১ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ১০৬.৩০ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১০৩ টাকা ৮০ পয়সা। শাহজিবাজার পাওয়ার কোম্পানি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬১ কোটি ২ লাখ টাকা। রিজার্ভে আছে ২৩৪ কোটি ৬৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানির ৬৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ১৭ দশমিক ৫০ ও বাকি ১৯ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১৮ দশমিক ৭৩। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৯ দশমিক ৮১।
×