ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৯৭ ভাগ ব্যাংকের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:০৮, ২১ জানুয়ারি ২০১৯

 ৯৭ ভাগ ব্যাংকের দর বেড়েছে

রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৯৭ শতাংশ প্রতিষ্ঠানের। তবে এদিন কোন ব্যাংকের শেয়ার দর কমেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির বা ৯৭ শতাংশ প্রতিষ্ঠানের এবং ১টির বা ৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ১৩.৫০ টাকা বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১.৮০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১.৪০ টাকা করে শেয়ার দর বেড়েছে ইস্টার্ন ও পূবালী ব্যাংকের। -অর্থনৈতিক রিপোর্টার
×