ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরব লীগে সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:১৭, ২১ জানুয়ারি ২০১৯

 আরব লীগে সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে  দেয়ার আহ্বান

সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়ার জন্য আরব লীগের প্রতি লেবানন শুক্রবার আহ্বান জানিয়েছে। লেবানন আরব লীগ ফোরাম থেকে আরব দেশ সিরিয়াকে বের করে দেয়া একটি ঐতিহাসিক লজ্জা বলেও অভিহিত করেছে। টাইমস অব ইন্ডিয়া। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বৈরুতে আরবমন্ত্রীদের আঞ্চলিক সম্মেলন উপলক্ষে দেয়া বক্তব্যে সিরিয়ার অংশ নেয়া নিয়ে বিভাজন ও বিতর্কের জবাব দেন। এ সময় তিনি বলেন, আমাদের সম্মেলনে সবচেয়ে বড় অনুপস্থিতি হচ্ছে সিরিয়া। সন্ত্রাসবাদের পথ পরিহার করার সুযোগ দেয়ার পরিবর্তে আমরা সিরিয়াকে দূরে সরিয়ে দিয়েছি। তাদের ফিরে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করিনি। তাই বাহ্যিক আদেশের কারণে সদস্য পদ স্থগিত করে আমরা ঐতিহাসিকভাবে লজ্জাজনক কাজ করেছি। তা আর করতে চাই না। প্রথমবারের মতো লেবাননে সাতটি আরব দেশের রাষ্ট্রপ্রধানরা রবিবারের সম্মেলনে যোগ দেবেন। তারা অরগানাইজেশন অব আরব ইকোনমিক এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সামিটে (এইএসডি) অংশ নেবেন। মাত্র দুটি দেশ সম্মেলন স্থলে পৌঁছেছেন।
×