ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্যোগ ব্যবস্থাপনা সেতু নির্মাণে ৬০৮ কোটি টাকা চীনা অনুদান

প্রকাশিত: ০৪:২২, ২১ জানুয়ারি ২০১৯

 দুর্যোগ ব্যবস্থাপনা সেতু নির্মাণে ৬০৮ কোটি টাকা চীনা অনুদান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশকে ৭২ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে চীন। যা টাকার অঙ্কে প্রায় ৬০৮ কোটি ৫০ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা, সেতু নির্মাণ ও অন্যান্য খাতে এই অনুদান দিচ্ছে চীন। সরকারের সঙ্গে চীনের এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে চুক্তিতে স্বাক্ষর করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং চীনের রাষ্ট্রদূত জুয়াং ঝু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চু জুয়াং ঝু বলেন, চীন বাংলাদেশের অন্যতম বন্ধু। বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে পেরে চীন আনন্দিত। চীন এদেশের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে সহযোগিতা অব্যাহত রাখবে। ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ২৭টি প্রকল্পের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৫টি প্রকল্পে ঋণ চুক্তি হয়েছে।
×