ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্যাডোবের নতুন কমিটি

প্রকাশিত: ০৪:২৬, ২১ জানুয়ারি ২০১৯

 ট্যাডোবের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ‘টেলিভিশন এ্যাসিসটেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশের (ট্যাডোব) আহ্বায়ক কমিটির সাধারণ সভা সম্প্রতি বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হয়। সভায় জীবন রায় সভাপতি এবং রাজ্জাক রাজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ট্যাডোবের নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ট্যাডোবের উপদেষ্টা ও ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বোরহান খান, ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী, কার্যনির্বাহী সদস্য শেখ রুনা, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক এজাজ মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, সাংগঠনিক সম্পাদক আজম খান, অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক কাজী মনির প্রমুখ। ট্যাডোব আহ্বায়ক ফিরোজ খানের পরিচালনায় আহ্বায়ক কমিটি বিগত ২ বছরের অর্থনৈতিক আয় ব্যয় সংক্রান্ত হিসাব তুলে ধরে। সংগঠনের গঠনতন্ত্র পাঠের মাধ্যমে উপস্থিত সদস্যদের মতামত নেয়া হয়। সভায় টিভি নাটকসহ সকল অনুষ্ঠান নির্মাণশৈলীর সঙ্গে যুক্ত সহকারী পরিচালকদের জীবন মানোন্নয়নে নবগঠিত কমিটি কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। সভাপতি জীবন রায় এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক গাজী (রাজ্জাক রাজ)সহ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মনসুর আলী বাবলু, সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি এ আর আকাশ, সহ-সাধারণ সম্পাদক মাছুম প্রধান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (অপূর্ব রানা), সাংগঠনিক সম্পাদক শ্যামল শিশির, অর্থ-সম্পাদক সজীব মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন রহমান সুমন, দফতর সম্পাদক মোঃ সফিউল বি জিতু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সামছুর আলম সুমন (এস এ সুমন), আন্তর্জাতিক সম্পাদক এম এইচ রাসেল, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল সেলিম। কার্যনির্বাহী সদস্যরা হলেন আনিসুজ্জামান শামীম, শাহরিয়ার কবির, সকাল আহমেদ সুমন, নূর জবা, দ্বীন ইসলাম সম্রাট, মিজানুর রহমান রাকিব, ফয়সাল আহমেদ, মিশুক মিঠু ও শাহিন আলম।
×