ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকশী রেলওয়ে গার্লস স্কুলের বর্ষপূর্তি উৎসব

প্রকাশিত: ০৪:২৬, ২১ জানুয়ারি ২০১৯

 পাকশী রেলওয়ে  গার্লস স্কুলের বর্ষপূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাকশী রেলওয়ে গার্লস স্কুলের শত বর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী উপলক্ষে দু’দিনব্যাপী বিশেষ আয়োজন শনিবার বিকেলে শেষ হয়েছে। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন। প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন এম রশিদ উল্লাহ, গোলাম মোস্তফা চান্না, সাইফুল ইসলাম বাবু, এসডব্লিউ কামাল হোসেন, মিরা বেগম, অভিনেতা তোফা হাসান, হাজেরা খাতুন, মজিবর রহমান রবি, পাপড়ি বেগম, ফরিদা ইয়াসমিন, এ্যাড ইসমতয়ারা বেগম, জাকিয়া বানু, কাজী সুরাইয়া প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের সাবেক শিক্ষার্থীরা। পাকশী শহরে ব্যান্ডপার্টি সমেত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নানা রঙের শাড়ি পরা সাবেক শিক্ষার্থীদের সবুজে ঘেরা রাস্তায় আকর্ষণীয় করে তোলে। শুক্রবার বিকেলে পাকশী রেলওয়ে গার্লস স্কুলের শত বর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি পাকশী বিভাগীয় ব্যবস্থাপক নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সিএসটিই অসীম কুমার তালুকদার, ইউএনও আহম্মদ হোসেন ভুঁইয়া, গোলাম মোস্তফা চান্না, সাইফুল আলম বাবু, এম রশিদ উল্লাহ, হাবিবুল ইসলাম, এনামুল বিশ্বাস ও সাবেক শিক্ষার্থী মিলি মাহফুজা প্রমুখ।
×