ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভয় দেখিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না ॥ রিজভী

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জানুয়ারি ২০১৯

 ভয় দেখিয়ে বেশি দিন  ক্ষমতায় থাকা  যায় না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এভাবে বেশি দিন টিকে থাকা যায় না। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ বিপজ্জনক যুগে প্রবেশ করেছে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া ম্যাকিয়াভেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ নাকি এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তার এমন বক্তব্যে জনগণ হাসবে না কাঁদবে তা তারা ভেবে পাচ্ছে না। যখন ভোট দিতে না পেরে জনগণ ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা, তখন তাদের নিয়ে এ ধরনের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। রিজভী বলেন, জনগণ মনে করে নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল। কারণ ভোটের আগের দিন রাতেই আইনশৃঙ্খলা বাহিনী জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু সরকার এ নির্বাচনকে জায়েজ করার জন্য যা যা করছে তা চরম হাস্যকর। রিজভী বলেন, আইনের ধরাছোঁয়ার বাইরে বলেই আওয়ামী যুব ও ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের বেপরোয়াভাব এখন প্রকট আকার ধারণ করেছে। ভোট ডাকাতির জয়ে ক্ষমতাসীনরা অহঙ্কার আর উন্মত্ততায় বিচার-বুদ্ধি হারিয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে নারী ধর্ষণের ঘটনায় আমি ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে বিজয়ের উৎসব উদযাপন করেছে। সারাদেশ থেকে বাসভর্তি ভাড়াটে লোকজন এনেও সোহরাওয়ার্দী উদ্যান ভরতে পারেনি। ভোটের বিজয় নয়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে শনিবার গণতন্ত্র হত্যার উৎসবে পরিণত করা হয়েছিল। রুহুল কবির রিজভী বলেন, জাতিসংঘ মহাসচিবও বলেছেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সঠিক ছিল না। বিবিসির হেড লাইন ছিল গণতন্ত্র থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। এছাড়া বিশ্ব মিডিয়ায় বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। এই নির্বাচনকে সিএনএন বলেছে প্রহসন। পৃথিবীর খ্যাতনামা স্কলাররা ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন বলে অভিহিত করেছেন। রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মহা কেলেঙ্কারি আড়াল করতে সরকার এখন আন্তর্জাতিক অঙ্গনে দেনদরবার শুরু করেছে। এ রকম নির্বাচন বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে কানাকড়ি মূল্য নেই। গণতন্ত্রের জন্য এদেশের মানুষের লড়াই ও অর্জনকে ম্লান করে দিয়েছে বর্তমান সরকার। রিজভী বলেন, মিথ্যা জয়ের আনন্দের আতিশয্যে আওয়ামী লীগের বিভৎস রূপ দেখে দেশবাসী ভীত-শঙ্কিত। এদের নিষ্ঠুরতায় দেশ এখন আদিম অন্ধকার যুগে প্রবেশ করেছে। ধানের শীষে ভোট দেয়ার অপরাধে নির্যাতিতা পারুল বেগমের আহাজারি থামতে না থামতেই নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে মা ও ছেলে-মেয়েদের জিম্মি করে তিন সন্তানের মাকে স্থানীয় যুবলীগের কর্মীরা গণধর্ষণ করেছে। ধর্ষিতার স্বামী আবুল হোসেন ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
×