ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

 তিন মন্ত্রণালয়ে  নতুন সচিব  নিয়োগ

বিশেষ প্রতিনিধি ॥ ডাক ও টেলিযো গাযোগ বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আবু হেনা মোস্তফা কামাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ পেয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজকে সমাজকল্যাণের সচিব পদে বদলি করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সচিব শ্যাম সুন্দর শিকদার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আলকামা সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। এছাড়া আইএমইডির (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) সিপিটিইউর (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) মহাপরিচালক মোঃ ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
×