ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দেশে বৈষম্য দূর করা হবে ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৬, ২১ জানুয়ারি ২০১৯

 দেশে বৈষম্য দূর করা হবে ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব নাগরিক সমান অধিকার পাচ্ছে কিনা, ভালভাবে জীবন যাপন করতে পারছে কিনা সেই বিষয় দেখা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একই সঙ্গে তিনি বলেন, দেশে বৈষম্য দূর করা হবে। পাইলট প্রজেক্টের মাধ্যমে ছয়তলা আবাসিক ভবন নির্মাণ করে গ্রামের ভূমিস্বল্পতা সমস্যা সমাধান করা হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘এক দশকের উন্নয়ন : পরিপ্রেক্ষিত গ্রামীণ জনপদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে বৈষম্য দূর করা হবে। তবে এটি সবার মাথা কেটে সমান করার মতো নয়। আমি মনে করি, দেশের প্রায় সব খাতেই বাস্তবায়নের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি পূরণের জন্য কাজ করে যাচ্ছি, জনবল নিচ্ছি। আশা করছি, অচিরেই ঘাটতি পূরণ হবে। দেশের যানজটের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের যানজট নিয়ে কথা হচ্ছে, এটা নিরসনের জন্য মেট্রোরেল তৈরি করা হচ্ছে। যদি আমরা ইতিবাচকভাবে দেখি, তাহলে বিষয়টি পরিষ্কার। কারণ কিছু সুযোগ-সুবিধা ভোগ করার জন্য প্রথমে একটু কষ্ট করতেই হবে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাইলট প্রজেক্টের রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে গেছে। গ্রামকে শহরে রূপান্তরিত করার যে ইশতেহার জনগণকে দেয়া হয়েছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নেই এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। গ্রামের চিরাচরিত আনুভূমিক আবাসন ধারণা পরিবর্তন করে ছয়তলা আবাসিক ভবন নির্মাণ করে উলম্ব আবাসন ধারণা বাস্তবায়নের মাধ্যমে ভূমি অপচয় রোধ করে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ানো হবে। তাছাড়া প্রত্যেক গ্রামের কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার উন্নয়ন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত ও জলাশয় রক্ষার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সৌদি আরবসহ কালচারালি ব্যাকওয়ার্ড দেশে নারী তো নয়ই, যেন আমাদের কোন পুরুষেরও যেতে না হয় তার প্রতি দৃষ্টি দেবেন। সৌদি আরবে আমাদের ম্যানপাওয়ার যাওয়া বন্ধ করতে হবে। ওই লোকগুলোর জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাশিয়া-জাপানসহ বিভিন্ন দেশে আমাদের ডিমান্ড আছে, সেদিকে যেতে হবে। সৌদি আরব থেকে আমাদের সব মহিলাকে ফিরিয়ে আনতে হবে এবং কোন পুরুষকে যেন যেতে না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সৌদি আরব থেকে যে অপসংস্কৃতি আমাদের দেশে আসছে তার একটি হলো জঙ্গীবাদ। এই অপসংস্কৃতি আমাদের কালচারকে ধ্বংস করে দেয়ার চেষ্টা করছে। জাবি উপাচার্য আরও বলেন, শহরে মানুষকে আসতেই হয়। কারণ এখানে কর্মসংস্থান আছে, চাকরি আছে। গ্রামের মানুষের শহরে আসার প্রবণতা যাতে কমাতে পারি সেজন্য শহরের কিছু আকর্ষণীয় বিষয় আমাদের গ্রামে নিয়ে যেতে হবে। এ সময় নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী সিকদার (অব.) বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা, আদর্শের দর্শন গত ১০ বছরে একাধারে পরিচালিত হয়েছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হয়েছে। তবে ২০০১-২০০৭ সালের ধর্মান্ধতা থাকলে এ উন্নয়ন সম্ভব হতো না। আমরা প্রত্যাশা করি, আগামীতে জয়ের ধারা, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
×