ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পাম্প হাউস পরিদর্শন

প্রকাশিত: ০৪:৩৭, ২১ জানুয়ারি ২০১৯

 পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পাম্প হাউস পরিদর্শন

রবিবার পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ঢাকা শহর বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখার উদ্দেশে নির্মিত গোড়ানচটরাড়ী পাম্প হাউস পরিদর্শন করেন। ১৯৮৮ সালে বন্যা পরবর্তী সময়ে ঢাকা শহরের পশ্চিমাঞ্চলে ১৩৬ বর্গকিলোমিটার এলাকা বন্যামুক্ত রাখার উদ্দেশে সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা হয়। উক্ত প্রতিবেদন অনুযায়ী আব্দুল্লাপুর রেলগেট হতে কেল্লার মোড় পর্যন্ত ৩০.২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৫৩টি ছোট-বড় পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়। সুপারিশের প্রেক্ষিতে ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’র অধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ফলে বন্যার পানি হতে ঢাকা শহরের পশ্চিমাঞ্চল তথা মিরপুর, ক্যান্টনমেন্ট ও উত্তরার বিশাল এলাকা বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখা সম্ভব হচ্ছে। পরিদর্শনকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান ও পাউবোর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×