ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সশস্ত্র বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

প্রকাশিত: ০৪:৩৮, ২১ জানুয়ারি ২০১৯

 সশস্ত্র বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ সশস্ত্র বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে ভুয়া মেজর পরিচয়দানকারী চক্রের হোতা সৈয়দ আবু জাফর (৬১) ও শিল্পী আক্তার (২৯)। র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটির ১ নম্বর রোডস্থ জারা টাওয়ারের ২৭৩/২৭৪ নম্বর ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ আতাউর রহমান খানসহ ৩/৪ জন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারকচক্র।
×