ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করায় বিএনপিকে মানুষ ভোট দেয়নি

প্রকাশিত: ০৫:০০, ২১ জানুয়ারি ২০১৯

 জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করায় বিএনপিকে মানুষ ভোট দেয়নি

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সিএনএন নিউজ-১৮কে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দলের নেতৃত্ব না থাকা, মনোনয়ন বাণিজ্য আর যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার কারণেই বিএনপিকে মানুষ ভোট দেয়নি।’ শনিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে ভারতের সিএনএন নিউজ-১৮কে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর ওয়েবসাইটের। সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আওয়ামী লীগই অন্যতম দল, যারা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসল। যার অন্যতম কারণ ক্ষমতায় থেকে গত দশ বছরে আওয়ামী লীগ জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে।’ এ সময় ভারতের অসম রাজ্যের চলমান নাগরিক আইন প্রসঙ্গে বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, কর্মসংস্থান বেড়েছে, এই দেশের মানুষ কেন ভারতে গিয়ে থাকবে।’ উল্লেখ্য, তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে বাধা বলেও মন্তব্য করেন বাংলাদেশ সরকারের এ প্রধানমন্ত্রী।
×