ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে তুর্কী প্রেসিডেন্ট ও সার্বীয় প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৫:০১, ২১ জানুয়ারি ২০১৯

 প্রধানমন্ত্রীকে তুর্কী প্রেসিডেন্ট ও সার্বীয় প্রধানমন্ত্রীর অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পৃথক বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং সার্বিয়ার প্রধানমন্ত্রী আনা ব্রানাবিক। খবর ওয়েবসাইটের। রবিবার তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে অভিনন্দনপত্র পৌঁছে দেয়া হয়। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে ক্ষমতায় ছিল দলটি। এই চার মেয়াদেই সরকার প্রধানের দায়িত্বে আছেন শেখ হাসিনা। চতুর্থবার ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানরা শেখা হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন। ওআইসির অভিনন্দন॥ ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওসাইমিন ৩০ ডিসেম্বর, ২০১৮ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ওআইসি মহাসচিব আশাবাদ পুনর্ব্যক্ত করেন যে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। রবিবার এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, ওআইসি মহাসচিব জেদ্দায় ওআইসি’র উর্ধতন কর্মকর্তাদের এক বৈঠকে তার সূচনা বক্তব্যে এ অভিনন্দন জানান। চলতি বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম কাউন্সিলের (সিএফএম) প্রস্তুতির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। এছাড়া জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে সাক্ষাতকালেও তিনি তার অভিনন্দন জানান। পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় তারা ওআইসি’র অভিন্ন স্বার্থ এবং দ্বিপক্ষীয় গুরুত্বসম্পন্ন বিষয়াদিতে আলোচনা করেন। এর আগে সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক জেদ্দায় ওআইসি সদর দফতরে উর্ধতন কর্মকর্তাদের তিন দিনব্যাপী সভা উদ্বোধন করেন। ৪৫তম সিএফএম-এর বিদায়ী চেয়ার হিসেবে বাংলাদেশ ২০১৮ সালে ঢাকায় শেষ অধিবেশনের আয়োজন করে। পররাষ্ট্র সচিব শহিদুল হক মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নবগঠিত মন্ত্রী পর্যায়ের জবাবদিহিতা বিষয়ক এডহক কমিটির সদস্য রাষ্ট্রগুলোর উর্ধতন কর্মকর্তা পর্যায়ের একটি পর্যালোচনা সভায়ও অংশ নেন।
×