ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যাসের উৎপাদন সঞ্চালন ও বিতরণ মূল্যবৃদ্ধি কেন অবৈধ নয়, হাইকোর্টর রুল

প্রকাশিত: ০৫:০১, ২১ জানুয়ারি ২০১৯

 গ্যাসের উৎপাদন সঞ্চালন ও বিতরণ মূল্যবৃদ্ধি কেন অবৈধ নয়, হাইকোর্টর রুল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত বছরের ১৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মূল্য বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বিইআরসি কমিশনের চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রো বাংলার চেয়ারম্যানসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের মামলায় মির্জা ফখরুলসহ সাত বিএনপি নেতাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চ এসব আদেশ দিয়েছে। গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণ মূল্য বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এর আগে ’১৮ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মূল্য বৃদ্ধি করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করল। বিএনপি নেতার জামিন স্থগিতের আবেদন শুনানি মুলতবি ॥ নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের মামলায় মির্জা ফখরুলসহ সাত কেন্দ্রীয় নেতাকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আপীল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সরকারী কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। পরে সেই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপি নেতারা। মামলাটির পুলিশ প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে আদালত। জামিন পাওয়া নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমানউল্লাহ আমান। মামলার এজাহারে অভিযোগ করা হয়, এরা মগবাজার রেলগেট এলাকায় গত ৩০ সেপ্টেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা দিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, যানবাহন ভাংচুর ও ক্ষতিসাধন করেছে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, পেট্রোলবোমা, বিস্ফোরিত ককটেলের অংশ, কাচ ও ইটের টুকরা উদ্ধার করা হয়।
×