ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোহামেডান ও শেখ রাসেলের শুভসূচনা

প্রকাশিত: ০৫:৩৮, ২১ জানুয়ারি ২০১৯

মোহামেডান ও শেখ রাসেলের শুভসূচনা

শাকিল আহমেদ মিরাজ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ফুটবলে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা) ও শেখ রাসেল ক্রীড়াচক্র। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। ৩৪ মিনিট ও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল দুটি করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি। প্রথমার্ধের যোগ করা সময়ে বিজেএমসির হয়ে একটি গোল শোধ দেন দলটির উজবেকিস্তান রিক্রুটার ওতাবেক। আর ময়মনসিংহে দিনের অপর ম্যাচে উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশের গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় শেখ রাসেল। সর্বশেষ তিন দেখায় বিজেএমসির বিপক্ষে মোহামেডানের এটি দ্বিতীয় জয়। ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম বলার মতো আক্রমণটি করেছিল বিজেএমসি। নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর জোরালো শট গোলরক্ষক বরাবর যায়। ২৩তম মিনিটে ল্যান্ডিং ডারবোয়ের বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি মোহামেডানের নাইজিরিয়ান ফরোয়ার্ড চিগোজি। দুই মিনিট পর আব্দুল্লাহ আল মামুনের শট পোস্টের অল্প একটু বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় বিজেএমসিকে। ৩৪তম মিনিটে ডারবোয়ের বাড়ানো ক্রসে চিগোজির হেড জাল খুঁজে পেলে এগিয়ে যায় গত লীগে পঞ্চম হওয়া মোহামেডান। পাঁচ মিনিট পর ডারবোয়ের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক বাঁকানো ফ্রি কিকে লক্ষ্যভেদ করলে ১-১ সমতায় স্বস্তি ফিরেছিল বিজেএমসি শিবিরে। ৮০তম মিনিটে ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেক লালকার্ড পেলে শক্তি কমে বিজেএমসির। দুই মিনিট পর ডি-বক্সের একটু ওপর থেকে মোহামেডানের গাম্বিয়ান ফরোয়ার্ড ডারবোয়ের ফ্রি কিক ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁদিক থেকে কায়সার আলি রাব্বীর বাড়ানো ক্রসে অধিনায়ক চিগোজির বুলেট গতির হেড জাল খুঁজে পেলে ফের এগিয়ে যায় মোহামেডান। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। রবিবার দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আজিজভ আলিশেরের গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ ব্যবধানে হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র। ম্যাচের তৃতীয় মিনিটে ডি বক্সের জটলার মধ্যে থেকে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় শেখ রাসেল। ৩৮তম মিনিটে সমতায় ফেরার ভাল সুযোগ নষ্ট হয় আরামবাগের। ডানদিক থেকে জাহিদ হোসেনের বাড়ানো বল ধরে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। প্রথমার্ধের শেষদিকে মিডফিল্ডার রবিউল হাসানের ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আরামবাগ। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে ধার না থাকায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি লীগের ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন ও এবারের আসরের অন্যতম ফেবারিট শেখ রাসেল। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটিও ছিল দারুণ রোমাঞ্চকর। জায়ান্ট জামালের বিপক্ষে সেদিন ৬৯ মিনিটে মার্কোস ভিনিসিয়াসের একমাত্র গোলে বিপিএলে রঙ্গিন অভিষেক হয় বসুন্ধরার।
×