ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিশোধ এভাবেই নিতে হয়!

প্রকাশিত: ০৫:৩৯, ২১ জানুয়ারি ২০১৯

 প্রতিশোধ এভাবেই নিতে হয়!

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছিল প্যারিস সেইন্ট জার্মেইন। কিন্তু মাত্র ১০ দিন আগেই প্যারিস জায়ান্টদের জয়রথ থামিয়ে দেয় গুইনগ্যাম্প। শুধু তাই নয়, পিএসজিকে হারিয়ে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এই দলটি। ফ্রেঞ্চ লীগ ওয়ানে শনিবার সেই গুইনগ্যাম্পের মুখোমুখি হয়েছিল পিএসজি। এবার আর কোন রকমের ভুল করেনি থমাস টাচেলের দল। এমবাপে, কাভানি, নেইমারদের আক্রমণে এদিন উড়ে গেছে গুইনগ্যাম্প। গুইনগ্যাম্পকে সামনে পেয়ে তাদের রক্ষণ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এমবাপে-নেইমার-কাভানিরা। তাদের জালে ৯ বার বল জড়িয়ে মধুর প্রতিশোধ নিয়েছে পিএসজি। গুইনগ্যাম্পের কাছেই লীগ কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। এর জবাব দিতে প্রতিপক্ষের রক্ষণে মুহুর্মুহু আক্রমণে ত্রাস ছড়ায় তারা। এমন ত্রাস ছড়ানো সম্ভব হয়েছে নেইমার-এমবাপে আর কাভানির আক্রমণে। শুরুটা করেন পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ১১ মিনিটে করেন প্রথম গোল। সাবেক এই বার্সিলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পর প্রথমার্ধে আরও দু’বার জাল কাঁপায় পিএসজি। ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন। আবার ৪৫ মিনিটে জোড়া গোল করে স্কোর লাইন ৩-০তে পরিণত করেন পিএসজির এই ফরাসী স্ট্রাইকার। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আরও বেশি আগ্রাসী ছিল পিএসজি। এই সময়ে হ্যাটট্রিক করেন এডিনসন কাভানি। এমবাপেও আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। নেইমার হ্যাটট্রিকের দেখা না পেলেও জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন ত্রাস ছড়ানো পারফর্মেন্সে এক পর্যায়ে ফরাসী লীগে ঘরের মাঠে বিশাল জয়ের রেকর্ড ভাঙ্গার সম্ভাবনাও তৈরি করে ফেলেছিল তারা। কিন্তু থমাস মুনিয়ের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিলে স্কোর লাইন ৯-০তেই শেষ হয়। বড় জয়ের রেকর্ডটি ছিল ১০-০। ফ্রেঞ্চ কাপে এই জয়ের রেকর্ড গড়েছিল পিএসজি। ১৯৯৪ সালে কোট চাউদের বিপক্ষে এই জয়ের রেকর্ড গড়েছিল তারা। তবে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে এটাই পিএসজির বড় জয়ের রেকর্ড। এর আগে গত বছর দিজনের বিপক্ষে ৮-০ গোলে জয় পেয়েছিল স্বাগতিক পিএসজি। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলির সংগ্রহে ৪০ পয়েন্ট। তবে পিএসজির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে লিলি। তারপরও দুই নম্বরে থাকা দলের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। লীগ টেবিলের তিনে থাকা সেইন্ট এতিয়েনের দখলে ৩৬। ২০ ম্যাচ থেকে এই পয়েন্ট সংগ্রহ করে তারা। শনিবার পিএসজি-গুইনগ্যাম্প ছাড়াও আরও তিনটি ম্যাচ ছিল। যেখানে জয় পেয়েছে স্ট্র্যাসবার্গ এবং তুলুজ। মোনাকোকে তাদের মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্ট্র্যাসবার্গ। আরেক ম্যাচে তুলুজ ১-০ গোলে কষ্টের জয় তুলে নিয়েছে নিমেসের বিপক্ষে। রেমিস আর নিসের ম্যাচটি অবশ্য ১-১ গোলে ড্রয়ে শেষ হয়েছে।
×