ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে কোহলিই সর্বকালের সেরা

প্রকাশিত: ০৫:৪০, ২১ জানুয়ারি ২০১৯

 ওয়ানডেতে কোহলিই সর্বকালের সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ স্যার ডন ব্রাডম্যান না শচীন টেন্ডুলকর, শচীন না ব্রায়ান লারা, কে ইতিহাসের সেরা ব্যাটসম্যান? শচীন অবসরে যাওয়ার আগে এ বিতর্ক ছিল নিত্যদিনের। সেই রেসে ঢুকে পড়েছেন বিরাট কোহলি। বয়স মাত্র ৩০। ব্যাটিংয়ে-নেতৃত্বে এরই মধ্যে ভেঙ্গে দিয়েছেন অনেক অনেক রেকর্ড। গ্রেট সুনীল গাভাস্কার বলছেন, এভাবে চলতে থাকলে কোহলি একদিন সবাইকে ছাড়িয়ে যাবেন। তবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, কোহলি এখনই ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যান। সদ্য অস্ট্রেলিয়ার মটিতে ২-১এ টেস্ট সিরিজ জয়ের পর একই ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে কোহলির ভারত। ইমরান খান, কপিল দেব কিংবা অর্জুনা রানাতুঙ্গাÑ উপমহাদেশের আর কোন অধিনায়কেরই এমন কৃতিত্ব নেই। সংবাদ মাধ্যমকে ক্লার্ক বলেন, ‘আমার কাছে বিরাট কোহলি এখনই ওয়ানডেতে সর্বকালের সেরা ব্যাটসম্যান। ভারতের হয়ে সে যা যা অর্জন করেছে তা দেখে আমার মনে আর কোন সন্দেহ নেই।’ তিনি আরও যোগ করেন, ‘দেশকে জেতাতে কোহলির নিবেদনের প্রতি সম্মান জানাতেই হয়। হ্যাঁ, সে আক্রমণাত্মক তবে কেউ তার প্রতিজ্ঞা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। অর্জনই বলছে সে ওয়ানডেতে সর্বকালের সেরা।’ আইসিসি র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে বিশ্বের এক নম্বরে কোহলি। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে দশ হাজারের বেশি রান করে ফেলেছেন। গড় ৬০-এর কাছাকাছি। সেঞ্চুরি ৩৯টি। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলি এখন এগারোতম। ২১৯ ম্যাচে তার রান ১০ হাজার ৩৮৫। তবে ত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যানের পারফর্মেন্স বোঝা যায় তার ব্যাটিং গড় ও সেঞ্চুরির সংখ্যা দেখলে। ৫৯.৬৮ গড়পড়তা রানে কোহলির ওপরে থাকা দশ সাবেকদের কারও নেই। এমনকি তাদের কারও ব্যাটিং গড়ই ৪৫ ছুঁতে পারেনি। সেঞ্চুরি সংখ্যায় কোহলির (৩৯) সামনে এখন শুধুই শচীন (৪৯)। কোহলির যে বয়স তাতে বিশ্লেষকদের ধারণা, ওয়ানডেতে শচীনের সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রান ও ৪৯ সেঞ্চুরির রেকর্ড একদিন ঠিকই ভেঙ্গে দেবেন কোহলি। শচীনের অর্ধেকেরও কম সময়ে, অর্থাৎ ১০ বছরের ক্যারিয়ারে তার ওয়ানডে সেঞ্চুরি ৩৯টি। শচীনকে ছুঁতে চাই আর ১০ সেঞ্চুরি, ছাড়িয়ে যেতে ১১টি। ও হ্যাঁ, গত এক বছরেই ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানো কোহলির জন্য এটি হতে পারে সময়ের ব্যাপার। তিন ভার্সন মিলিয়ে শচীনের সেঞ্চুরি ১০০, রিকি পন্টিংয়ের ৭১ আর কোহলির ৬৪টি। তর্ক যখন ওয়ানডের সর্বকালের সেরাদের নিয়ে সেখানে স্যার ভিভ রিচার্ডস আছেন। শচীন টেন্ডুলকর, রিকি পন্টিং, সনথ জয়সুরিয়া কিংবা এ্যাডাম গিলক্রিস্টকে নিয়েও অনেকে কথা বলে থাকেন। কিন্তু ক্লার্কের কাছে ৫০ ওভারের ক্রিকেটে বর্তমান ভারতীয় অধিনায়কই সর্বকালের সেরা ব্যাটসম্যান। টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও কোহলি এখন শীর্ষস্থানীয় ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সফরে টেস্ট-ওয়ানডেতে সিরিজ জয়ের রেকর্ড গড়া ভারত অধিনায়ক দুই ফরমেটেই পেয়েছেন সেঞ্চুরি। সব মিলিয়ে কোহলির পারফর্মেন্স দেখে ক্লার্ক রীতিমতো মুগ্ধ। কোহলির পাশাপাশি ধোনির প্রশংসাও শোনা গেছে ক্লার্কের গলায়। মেলবোর্ন এবং এ্যাডিলেডে ধোনি যেভাবে দলকে জিতিয়েছেন, তার প্রশংসা করেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অসি-অধিনায়ক।
×