ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

প্রকাশিত: ০৫:৪০, ২১ জানুয়ারি ২০১৯

  সেভিয়াকে হারিয়ে তিনে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। সেই সঙ্গে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির দল। এই ম্যাচ জিতে আবার প্রতিশোধও নিল রিয়াল। কেননা লীগে প্রথমপর্বের ম্যাচে সেভিয়ার মাঠে ৩-০ ব্যবধানে হেরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে এদিনও রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল সেভিয়া। বার্নাব্যুতে প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। দূর থেকে জোরালো শটে রিয়ালকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। আর যোগ করা সময়ে জয় নিশ্চিত করেন লুকা মডরিচ। এই জয়ের ফলে লীগে ২০ ম্যাচে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৩৬ পয়েন্ট। চার নম্বরে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৩৩। অন্য ম্যাচে জয় পাওয়া এ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। আর শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩। সেভিয়াকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজের দলকে দেখছেন সান্তিয়াগো সোলারি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কোন কিছুই অসম্ভব নয়।’ অসম্ভবকে সম্ভব করতে পয়েন্ট হারানো চলবে না রিয়ালের। শিষ্যদের সে কথাই মনে করিয়ে দিলেন তিনি, ‘প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে শেষ পর্যন্ত লড়াই করব আমরা।’ লুকা মডরিচকেও প্রশংসায় ভাসিয়েছেন কোচ, ‘মাথায় চোট নিয়েও সে অসাধারণ খেলেছে।
×