ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহবান বাংলাদেশের

প্রকাশিত: ০৭:৫৯, ২১ জানুয়ারি ২০১৯

 রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহবান বাংলাদেশের

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন এবং তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচারের জন্য দায়বদ্ধ কাঠামো তৈরিতে মুসলিম দেশগুলোকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ। রবিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ‘ওআইসি’র সিনিয়র অফিসিয়াল মিটিংয়ে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এই আহবান জানান। খবর ওয়েবসাইটের। ওআইসির কাউন্সিল অব মিনিস্টারের প্রধান ছিল বাংলাদেশ এবং রবিবার তারা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে চেয়ারশিপ হস্তান্তর করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কাউন্সিল অব মিনিস্টারের প্রধান থাকার এক বছরে কী কী কাজ করেছে তার বিস্তারিত ব্যাখ্যা দেন পররাষ্ট্র সচিব। এই সময়ে ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু সবচেয়ে গুরুত্বের সঙ্গে বাংলাদেশ তুলে ধরেছে বলে জানান তিনি।
×