ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া অভ্যন্তরে ইরানি লক্ষ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ১৭:৫৮, ২১ জানুয়ারি ২০১৯

সিরিয়া অভ্যন্তরে ইরানি লক্ষ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার ভিতরে ইরানি কুদস বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ড ও বাহিনীগুলোর ওপর হামলা না চালানোর জন্য সিরিয়াকে সতর্ক করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার এক বিবৃতিতে বাহিনীটি এসব কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একের পর এক নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু সিরিয়ার এয়ার ডিফেন্স অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। দামেস্কর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ঘন্টাখানেক ধরে প্রচণ্ড বিস্ফোরণে রাতের আকাশ প্রকম্পিত হয়ে ছিল। নিজেদের বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, “আমরা সিরিয়ার ভূখণ্ডে ইরানি কুদস লক্ষ্যস্থলে আঘাত হানতে শুরু করেছি। ইসরায়েলি বাহিনীগুলো বা ভূখণ্ডের কোনো ধরনের ক্ষতি করার উদ্যোগ থেকে বিরত থাকার জন্য আমরা সিরিয়ার সশস্ত্র বাহিনীগুলোকে সতর্ক করেছি।” কুদস বাহিনী, বিদেশে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অভিযানগুলোর দায়িত্ব পালন করে।
×