ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কন্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১৯:৫৪, ২১ জানুয়ারি ২০১৯

কন্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন নতুন তারিখ ধার্য করেন। গত ৪ জুন সন্ধ্যায় তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলাটি করেন গীতিকার ও কন্ঠশিল্পী শফিক তুহিন। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার পরদিন রাতে সিআইডির একটি দল আসিফকে এফডিসির কাছের অফিস থেকে গ্রেফতার করে। ৬ জুন কন্ঠশিল্পী আসিফকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে, আসিফের পক্ষে জামিন আবেদন করা হয়। উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। ৫ দিন কারাভোগের পর ১১ জুন আদালতে আসিফের জামিন মঞ্জুর করলে সেদিনই তিনি মুক্তি পান।
×