ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার ওয়ার্নারের অস্ত্রোপচার

প্রকাশিত: ২০:১১, ২১ জানুয়ারি ২০১৯

মঙ্গলবার ওয়ার্নারের অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক ॥ বিপিএলের এবারের আসরের বড় চমক ছিল অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওযার্নারের অংশ নেয়া। কিন্তু দুর্ভাগ্য পুরো আসরে খেলা হলো না তাদের। ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে গেছেন দু’জনেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অংশ নেয়া স্মিথ ফিরে গেছেন ইনজুরিতে পড়ে। আর এবার ফিরে গেলেন ওয়ার্নার। দেশে ফিরে গিয়ে আগামীকাল মঙ্গলবারই অস্ত্রোপচারের কথা রয়েছে তার। বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্মিথ ও ওয়ার্নারকে। আরো দুই মাস পর মুক্ত হবেন তারা। এই সময়টায় বিপিএলে খেলতে আসেন তারা। কিন্তু টুর্নামেন্টের প্রথম ধাপের দুটি ম্যাচ খেলে দেশে পিরেন স্মিথ আর দ্বিতীয় ধাপ শেষ করে বিদায় নিলেন ওয়ার্নার। ইনজুরি থেকে ফিরে তাদের প্রধান লক্ষ্য হবে ৩০ মে’তে শুরু হওয়া বিশ্বকাপ। কুমিল্লার নেতৃত্বে থাকা স্মিথ মাঠে সতীর্থদের উজ্জ্বীবিত করে প্রশংসা কুড়িয়েছেন। আর ওয়ার্নার দুই ধাপে ভালো খেললেও দল ভালো করতে পারেনি। সাত ম্যাচের তিনটিতেই ফিফটি করেছেন তিনি।
×