ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ॥ পূরণ হয়নি ৬০ আসন

প্রকাশিত: ২২:৪৪, ২১ জানুয়ারি ২০১৯

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ॥ পূরণ হয়নি ৬০ আসন

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯টি অনুষদের মোট ৬০ আসন ফাঁকা রেখেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গতকাল রবিবার রেজিস্টার অধ্যাপক ড. এমএ বারী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষটি জানানো হয়। অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, কোন কোন ইউনিটে আসন ফাঁকা রয়েছে সে বিষয়টি এখনো নির্দিষ্ট করা হয়নি। তবে সবগুলো ইউনিট মিলিয়ে ৬০টির মত আসন ফাঁকা রয়েছে। এদিকে সোমবার সকাল থেকেই ক্যাম্পাস মুখরিত হতে থাকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণায়। বিশ্ববিদ্যালয়ের ৬৬তম ব্যাচের এই শিক্ষার্থীদের প্রথম দিনে নিজ নিজ বিভাগে বরণ করে নেয়া হয়। এদিন বিভাগগুলোতে সকাল ৯টা থেকে বিভাগ পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।
×