ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত

প্রকাশিত: ২২:৪৫, ২১ জানুয়ারি ২০১৯

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ সোমবার মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নলদাহ গ্রামে আজ সোমবার সকালে ইট বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও হাজীপুর সম্মিলনী কলেজের এইচএস সি পরীক্ষার্থী। অন্যদিকে মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মিকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত আপন বিশ্বাস রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, হাজীপুর সম্মিলনী কলেজ থেকে নিহত তমাল বিশ্বাস প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ঢাক্কা দিলে সে মটর সাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামি একটি বাসের চাপায় আপন বিশ্বাস নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×