ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই সহদোর হতাহত

প্রকাশিত: ০২:৩৪, ২১ জানুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুই সহদোর হতাহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ১১মাইল নামকস্থানে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটন আহমেদ (২৩) নিহত এবং তাঁর ছোট ভাই নয়ন আহমেদ (১৯) গুরুতর ভাবে আহত হয়েছে। আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। হতাহত দুই সহদোর সদর উপজেলার কুমারপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীগন জানান, চাউলবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪৩৮৪০) দ্রুতগতিতে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি দুই সহদোর মাটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তারা গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিটন আহমেদকে মৃত ঘোষণা এবং নয়ন আহমেদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঘটনার পর কতিপয় ব্যক্তি থানায় মামলা না করার জন্য নিহতের অভিভাবকের সাথে দফারফা করেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, চালকবিহীন ট্রাকটি আটক করা হয়েছে এবং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ- আলম ছিদ্দিকের অনুরোধে পোস্টমোর্টেম ছাড়া নিহতের লাশ তাঁর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ- আলম ছিদ্দিক বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের অভিভাককের সম্মতিক্রমে লাশের পোস্টমোর্টেম না করার ব্যবস্থা করেছিমাত্র।
×