ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বাড়ির লোকজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে ৩ লক্ষাধিক টাকা লুট

প্রকাশিত: ০৩:২৮, ২১ জানুয়ারি ২০১৯

ঠাকুরগাঁওয়ে বাড়ির লোকজনকে চেতনানাশক ওষুধ খাইয়ে ৩ লক্ষাধিক টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ পরিবারের ৭জন নারী পুরুষ ও শিশুকে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা রবিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি ভাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীযরা জানান, গত রবিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়ি গ্রামের মুরগী ব্যবসায়ী আব্দুর রশিদের পরিবারের ৭ সদস্যকে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় একদল দুর্বৃত্ত। ওই খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমে ঢলে পড়ে।এরপর সোমবার সকালে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে দেখতে পায় যে,তাদের শয়ন ঘরে সিঁদ কাটা এবং ঘরের মূল্যমান মালামাল ও নগদ ৩ লক্ষ টাকা নেই। সকালে পরিবারের কেউ কেউ রাতের বাসি খাবার খেলে আবারও ৪ জন অচেতন হয়ে পড়ে।এ দৃশ্য দেখে অন্যরা আক্রান্তদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।তারা হলেন,আব্দুর রশিদ (৭০),সিফাত (১৭),সায়েদ (দেড় বছর),সাজেদা (৪)। হাসপাতালে চিকিৎসাধীন মুসলিম শেখ বলেন,আমরা রাতের খাবার খাওয়ার পর পরই ঘুমে ঢলে পড়লে যে যার মতো নিজ নিজ ঘরে ঘুমাতে যাই এবং সকালে দেখি যে, আমার শয়ন ঘরের পেছনে সিদ কাটা।তখন ঘরে রাখা ব্যবসার ৩ লক্ষ টাকা নেই।অজ্ঞাতনামা চোরেরা কৌশলে আমাদের চেতন করে এ ঘটনা ঘটিয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান,এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
×