ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিবিএসের ফেস দ্য নেশন অনুষ্ঠানে মার্কিন দূত

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের কোন পরিকল্পনা নেই

প্রকাশিত: ০৪:২০, ২২ জানুয়ারি ২০১৯

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের কোন পরিকল্পনা নেই

সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন পরিকল্পনা নেই। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মোতাবেক সেনা প্রত্যাহারের বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে সাবেক শীর্ষ দূত ব্রেট ম্যাকগুর্ক রবিবার সিবিএস চ্যানেলের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন। ট্রাম্পের নীতির বিরোধিতা করে ব্রেট পদত্যাগ করেন। এএফপি। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ব্রেট। ব্রেট বলেন, সিরিয়ার জন্য পরবর্তী পদক্ষেপ কি হবে তার কোন পরিকল্পনা নেই। এই কারণেই মার্কিন বাহিনীর ওপর হামলার ঝুঁকি বাড়ছে। বুধবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে আত্মঘাতী এক বোমা হামলাকারী হামলা চালিয়ে চার আমেরিকান ও অপর ১৫ জনকে হত্যা করেছে। ২০১৪ সালে মার্কিন সেনা মোতায়েনের পর এটিই সেখানে মার্কিন সেনাদের ওপর সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। তারা সেখানে আইএসের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ সহায়তা দিচ্ছে। গতমাসে সিরিয়া থেকে পুরো সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণার পরই এই বোমা হামলা হল। সেখানে দুই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্পের ঘোষণা মিত্রদের ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসসহ ব্রেটকেও হতাশ করেছে। যে কারণে ম্যাটিস ও ব্রেট পদত্যাগ করেছেন। ট্রাম্পের ঘোষণার পর থেকে সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের অভিপ্রায় সম্পর্কে মার্কিন উর্ধতন কর্মকর্তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। তবে পেন্টাগন বলেছে, প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যদিও এটি কতদিন ধরে চলবে সে বিষয়টি সম্পর্কে অনিশ্চয়তা রয়ে গেছে। ব্রেট বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে আমরা চলে যাচ্ছি। যার মানে এই দাঁড়ায় আমাদের বাহিনী সেখানে একটি মিশনে রয়েছে। আমাদের চলে যেতে হবে এবং তা হতে হবে নিরাপত্তার সঙ্গে। এই মুহূর্তে আমাদের কোন পরিকল্পনা নেই। এটি আমাদের বাহিনীর ওপর হামলার ঝুঁকি বাড়িয়েছে। এর ফলে সিরিয়ায় আমাদের নাগরিকদের ওপর ঝুঁকি বাড়ছে। যা আইএসের জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করবে। ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কেননা তিনি বলেন, আইএস পরাজিত হয়েছে।
×