ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটদের ওপর চড়াও ট্রাম্প

প্রকাশিত: ০৪:২২, ২২ জানুয়ারি ২০১৯

ডেমোক্র্যাটদের ওপর চড়াও ট্রাম্প

যুক্তরাষ্ট্র সরকারে দীর্ঘ অচলাবস্থা অবসানের চেষ্টায় সমঝোতার জন্য দেয়া প্রস্তাব ডেমোক্র্যাটরা প্রত্যাখ্যান করায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাদের ওপর পাল্টা আক্রমণে চড়াও হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন পরিকল্পনাগুলো পেশ করার আগেই সেগুলো নাকচ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ইয়াহু নিউজ। মেক্সিকো সীমান্তে নিরাপত্তার জন্য দেয়াল নির্মাণের তহবিলের বিনিময়ে বেশ কিছু বিষয়ে আপোস প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। দেয়াল নির্মাণের তহবিল বরাদ্দের বিষয়টি সুরাহা না হওয়াতেই যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন ধরে আংশিক অচল হয়ে আছে। কিন্তু এ সঙ্কট কাটাতে ট্রাম্পের দেয়া প্রস্তাব কোন ‘কাজের না’, এটি ‘কোন কিছু হাসিলের জন্য কাউকে জিম্মি করার সামিল’ এবং তা কোনভাবেই মেনে নেয়া যায় না বলে প্রত্যাখ্যান করেছে ডেমোক্র্যাটরা। শনিবার ট্রাম্প এক ভাষণে মূলত দুটো প্রস্তাব দেন।
×