ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুরগি চুরির অভিযোগে যুবককে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের উদ্বেগ

প্রকাশিত: ০৪:২৭, ২২ জানুয়ারি ২০১৯

মুরগি চুরির অভিযোগে যুবককে নির্যাতনের ঘটনায় হাইকোর্টের উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ মুরগি চুরির অভিযোগে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের রুবেলকে (১৪) বেঁধে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন। দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য ৩১ জানুয়ারি দিন ঠিক করেছে হাইকোর্ট। ঘুষ গ্রহণের মামলায় দ-প্রাপ্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আপীল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিনও মঞ্জুর করেছে আপীল বিভাগ। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় খুলনার সাংবাদিক মোঃ রাশিদুল ইসলামকে আগাম জামিন দিয়েছে আদালত। আদালতের আদেশ সত্ত্বেও বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নাটোরের মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার ৫৪ আবেদনকারীকে নিয়োগ না দেয়ায় বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের রুবেলকে (১৪) বেঁধে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় আদালত বলেছেন, একজন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে এমন আচরণ দুঃখজনক। এটি বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবে। পরে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে একজন ডেপুটি এ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন। গত বছরের ১৫ নবেম্ব^র ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে মুরগি চুরির অপবাদে রুবেল (১৪) নামের এক কিশোরকে নির্যাতন করে স্থানীয় ইউপি সদস্য আমজাদ। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সোমবার ‘মানুষ এত নিষ্ঠুর হয়! চরফ্যাশনে কিশোরকে নির্মম নির্যাতন’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। পরে প্রকাশিত ওই সংবাদ আদালতে নজরে আনেন আইনজীবী অমিত দাসগুপ্ত। আদালত সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এমপিদের শপথের বৈধতা রিটের শুনানি ৩১ জানুয়ারি ॥ দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য ৩১ জানুয়ারি দিন ঠিক করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে রিটের ওপর শুনানি করতে সময় আবেদন করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় রিট আবেদনের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন একেএম এহসানুর রহমান। ঘুষের মামলায় নাজমুল হুদার জামিন ॥ ঘুষ গ্রহণের মামলায় চার বছরের দ-প্রাপ্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আপীল আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আপীল বিভাগ। একই সঙ্গে আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিনও মঞ্জুর করেছেন আপীল বিভাগ। অসুস্থতার কারণে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডিভিশনে রয়েছেন নাজমুল হুদা। জামিন পেলেন সাংবাদিক রাশিদুল ইসলাম ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ রাশিদুল ইসলামকে আগাম জামিন দিয়েছে আদালত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করায় তার বিরুদ্ধে এই মামলা হয়। আদালত অবমাননার রুল ॥ আদালতের আদেশ সত্ত্বেও বেসরকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নাটোরের মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার ৫৪ আবেদনকারীকে নিয়োগ না দেয়ায় বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
×