ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় নভোএয়ার

প্রকাশিত: ০৪:২৭, ২২ জানুয়ারি ২০১৯

নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় নভোএয়ার

স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র বেসরকারী সংস্থা হিসেবে বিশ্বের নিরাপদ এয়ারলাইন্সের তালিকায় স্থান পেয়েছে নভোএয়ার। ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি রেটিং এজেন্সি এয়ারলাইন রেটিং ডট কমের তথ্য অনুসারে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করায় নভোএয়ার তিন তারকা রেটিং পেয়েছে। বিশ্বের ৪০৫ বিমান সংস্থার তথ্য ১২ মানদ- ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করে এই রেটিং প্রদান করে প্রতিষ্ঠানটি। নভোএয়ার ইউরোপিয়ান ইউনিয়ন ও ফেডারেল এভিয়েশন অথরিটির অনুমোদন প্রাপ্ত বাংলাদেশের একমাত্র বেসরকারী বিমান সংস্থা। নভোএয়ার যাত্রার শুরু থেকে সব সময় যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও সেবার সর্বোচ্চমান নিশ্চিত করে এরই মধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের বিশ্বস্ততা অর্জন করেছে। ১০ প্রতিষ্ঠানকে ডিএনসিসির জরিমানা স্টাফ রিপোর্টার ॥ সাইনবোর্ড বাংলা ভাষায় না লেখা এবং অবৈধভাবে এলইডি বাতি জ্বালানোর অপরাধে বনানী-১১ নম্বর সড়কের ১০ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বনানীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে সোমবার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে অন্যদের মধ্যে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকটি নামফলক, সাইনবোর্ড ইত্যাদিতে বাংলা ভাষা নিশ্চিত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
×