ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে এক ব্যক্তির তিনটি জাতীয় পরিচয়পত্র!

প্রকাশিত: ০৪:২৯, ২২ জানুয়ারি ২০১৯

বাউফলে এক ব্যক্তির তিনটি জাতীয় পরিচয়পত্র!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২১ জানুয়ারি ॥ ব্যক্তি একজন। অথচ তিনি তিনটি জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর তিনটি জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে জমি ক্রয় করার সত্যতাও পাওয়া গেছে। তিনটির মধ্যে একটি সঠিক বলে নির্বাচন কার্যালয় নিশ্চিত করেছে। ওই ব্যক্তির নাম সুলতান আহমেদ (৪৬)। সাবেক সেনা সদস্য। তার বাবার নাম মোঃ কামিন উদ্দিন সিকদার। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের বাসিন্দা। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার না করে ভুয়া নম্বর ব্যবহার করা দ-নীয় অপরাধ। জানা গেছে, সুলতান আহমেদ ২০১৪ সালের ১ ডিসেম্বর জমি ক্রয় করেছেন। যার দলিল নম্বর ৭৪৬৬। ওই দলিলে জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করেছেন ৭৮১৩৮৫৯০২৬। ২০১৫ সালের ৬ আগস্টে তিনি আবার জমি ক্রয় করেন। যার দলিল নম্বর ৫১৫২। ওই দলিলে জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করেছেন ৭৮১৩৮৫৯০২৬৫৩৯ । ২০১৭ সালের ২৫ জুলাই ফের জমি ক্রয় করেন। যার দলিল নম্বর ৫১৯৮। ওই দলিলে জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করেছেন ১৯৭৬১৯৫৬৭৯৮৭৯৪২৪০। স্থানীয় বাসিন্দার অভিযোগ, জালিয়াতি উদ্দেশ্যেই সুলতান আহমেদ তার জাতীয় পরিচয়পত্রের আসল নম্বর ব্যবহার না করে ভুয়া নম্বর ব্যবহার করছেন। অভিযোগ রয়েছে, তিনি একজন সেনা সদস্য হিসেবে অবসর গ্রহণ করলেও তার রয়েছে অস্বাভাবিক সম্পত্তি। স্থানীয় বিপুল দাস নামে এক ব্যক্তি বলেন, তার (সুলতান) নামে-বেনামে রয়েছে ছয় থেকে সাত কোটি টাকার সম্পত্তি। এরপরও যে জমির ওপর তার নজর পড়ে সে জমির মালিক জমি বিক্রি করতে না চাইলে ভয়ভীতি দেখানো হয়। এলাকাছাড়া করার হুমকি দেয়া হয়। তিনিসহ আট-দশটি পরিবার এ রকম হুমকির মুখে। এ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। অবশ্য সুলতান আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চাকরিতে অর্জিত বৈধ টাকা দিয়েই বৈধ প্রক্রিয়ায় জমি ক্রয় করেছেন। তিনি জাতীয় পরিচয়পত্রের একাধিক নম্বর ব্যবহারের কথা স্বীকার করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন ভুয়া নম্বর ব্যবহার করিনি। প্রথম দফায় ঠিকানা ও দ্বিতীয় দফায় জন্ম তারিখ সংশোধন করায় তার পরিচয়পত্র নম্বর দুবার পরিবর্তন হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, একই ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র নম্বর থাকার কোন সুযোগ নেই। ঠিকানা কিংবা জন্ম তারিখ পরিবর্তন করলেও জাতীয় পরিচয়পত্র নম্বর অপরিবর্তিত থাকবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার না করে ভুয়া নম্বর ব্যবহার করলে তা গুরুতর অপরাধ এবং বড় ধরনের প্রতারণা। তিনি বলেন, যাছাই করে দেখেছি সুলতান আহমেদের সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৭৬১৯৫৬৭৯৮৭৯৪২৪০।
×