ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগ নেতা ছুরিকাহত ॥ আটক এক

প্রকাশিত: ০৪:২৯, ২২ জানুয়ারি ২০১৯

রাবিতে ছাত্রলীগ নেতা ছুরিকাহত ॥ আটক এক

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কয়েকজন যুবক। এই ঘটনায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশি পাহারায় ওই যুবককে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত নেতাকর্মীরা তাকে মারধর করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। রবিবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। আহত ইমতিয়াজ আহমেদ রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আটক আরিফ ইসতিয়াক রোমেন ম্যানেজমেন্ট বিভাগের সান্ধ্য মাস্টার্সের শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে স্থানীয় যুবকের সঙ্গে বাক্বিত-ায় জড়ান ইমতিয়াজ। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। সে সময় বাঁধন নামে স্থানীয় এক যুবকের মাথা ফেটে যায়। এই ঘটনার জের ধরে রাত ৮টার দিকে বঙ্গবন্ধু হলের পাশে কয়েকটি মোটরসাইকেলে করে বহিরাহত ১০/১২ জন লোক আসে। এসময় তারা ইমতিয়াজের গলায় ছুরি মেরে পালিয়ে যায়। পালানোর সময় রোমেলকে আটক করে বঙ্গবন্ধু হলের অতিথি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় তাকে বের করা হয়। গাড়িতে তোলার সময় রোমেনকে মারধর করে উত্তেজিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ডিসি, এডিসি, ওসি লাঞ্ছিত হন।
×