ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাখির স্থিরচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:৩১, ২২ জানুয়ারি ২০১৯

পাখির স্থিরচিত্র প্রদর্শনী

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাখির স্থিরচিত্র নিয়ে ৩ দিনব্যাপী ‘পরিযায়ী বসতি’ শীর্ষক একটি প্রদর্শনী শুরু হয়েছে। নিজের তোলা ছবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীটি আয়োজন করেছেন জনসংযোগ দফতরের উপরেজিস্ট্রার নজরুল ইসলাম মুনসুর। সোমবার দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপউপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়া। প্রদর্শনী চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে পরিযায়ী পাখির আবাস, উড্ডয়ন, সারথিসহ বিভিন্ন বিষয়ে ধারণকৃত ৫০টি স্থিরচিত্র স্থান পেয়েছে। গ্রন্থাগারের উত্তর পাশে প্রদর্শনীটি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলায় সোমবার বেলা ১২টার দিকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১শ’ মুক্তিযোদ্ধার মাঝে এ কম্বল বিতরণ করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, মুক্তিযোদ্ধা একেএম শামসুদ্দিন আহম্মেদ খায়ের ও জেলা পরিষদের সদস্য আলী আহম্মদ বাচ্চু প্রমুখ।
×