ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাঠে আওয়ামী লীগের ১৪ নেতা ॥ বিএনপি নীরব

প্রকাশিত: ০৪:৩২, ২২ জানুয়ারি ২০১৯

মাঠে আওয়ামী লীগের ১৪ নেতা ॥ বিএনপি নীরব

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে উঠে আসছে ভোটারসহ এলাকাবাসীর চাহিদা ও নানা প্রত্যাশার কথা। এদিকে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি থেকে নির্বাচনে এখনও পর্যন্ত কারও নাম শোনা না গেলেও আওয়ামী লীগের ১৪ জন নেতা দলীয় প্রার্থী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলীয় নেতাদের কাছে চালাচ্ছে জোর লবিং ও প্রচার। আর এ কারণেই ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রার্থিতা নিয়ে জনমুখে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সাধারণ মানুষের মুখে মুখে উঠে আসছে দলীয় নেতাদের নাম। যদিও দলীয় সিদ্ধান্ত ও স্থানীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের খোলসে আবৃত থেকে কেউই সাহস করে প্রকাশ্যে নিজের প্রার্থিতা জানান দিচ্ছেন না। তবে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি’র কোন মাথাব্যথা নেই বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত। অপরদিকে আসন্ন বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনীত প্রার্থী হতে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছেন তাদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু ও বর্তমান চেয়ারম্যান খান মুজিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে যারা আগ্রহ প্রকাশ করছেন তাদের মধ্যে রয়েছেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের ভাইপো খান তানভীর হাসান লিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার আব্দুল কাদের, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহামুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান রেজাউল ইসলাম, তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ আমিরুল ইসলাম (আমির) ও বর্তমান ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মধ্যে রয়েছে, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা তালুকদার রীনা সুলতানা, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এ্যাডভোকেট লুনা সিদ্দিকী ও বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট পারভীন আহমেদ। তবে এ সকল আগ্রহী প্রার্থীদের একই কথা, দল যাকেই মনোনয়ন দেবে, সেই হবে নৌকার মাঝি। এদিকে নীরব অবস্থানে থাকলেও বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে মাঠে থাকতে পারে বিএনপি। যদিও বিএনপি’র স্থানীয় নেতৃত্ব ও তৃণমূলে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে আক্ষেপের রেশ এখনও কাটেনি। তাই আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই বলে স্থানীয়দের অভিমত। তবে কেন্দ্রে থেকে নির্দেশনা পেলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে।
×