ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে সরকারী টোলঘর দখল করে বিদ্যালয় নির্মাণ

প্রকাশিত: ০৪:৩৩, ২২ জানুয়ারি ২০১৯

কালকিনিতে সরকারী টোলঘর দখল করে বিদ্যালয় নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ জানুয়ারি ॥ কালকিনি পৌর এলাকার প্রাণ কেন্দ্রের পুরানবাজারের সরকারী মাছের টোলঘর দখল করে বিদ্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ দখলের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেন। এদিকে দখলের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সরজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের জামাল সরদারের নেতৃতে কয়েকজন মিলে ওই বাজারের মাছের টোলঘরটি দখল করে কালকিনি পালরদী পাবলিক ইনস্টিটিউশন নামে একটি ব্যক্তিগত বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেন। পরে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম অভিযান চালিয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং তিন শ্রমিককে তাৎক্ষণিকভাবে আটক করেন। কিন্তু তার এ বাধাকে উপেক্ষা করে ওই বিদ্যালয়ের নির্মাণ কাজ পুনরায় চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালীরা। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওই বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। এ দখলের ঘটনায় উপজেলা সদরের সর্বস্তরে সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, আমাদের টোলঘর দখল করে বিদ্যালয় নির্মাণ করায় আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। আমরা চাই দখলদারদের কাছ থেকে টোলঘরটি উদ্ধার করা হোক। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জামাল সরদার বলেন, আমি একা নই এলাকার সবাই মিলে স্কুল তৈরি করছি। পুরানবাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরদার বলেন, আমরা নির্মাণ কাজে বাধা প্রদান করেছি। কিন্তু তারা কোন কর্ণপাত করেনি।
×