ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু ॥ আটক তিন

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জানুয়ারি ২০১৯

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু ॥ আটক তিন

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ ॥ নগরীর কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোডের ‘পরশ প্রাইভেট হাসপাতালে’ নবজাতকের মৃত্যুর ঘটনায় পুলিশ সোমবার দুপুরে হাসপাতালের ৩ পরিচালককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া পরিচালকরা হচ্ছে আনিসুর রহমান জনি, রেজাউল কবীর ও আজহার জুয়েল। প্রসবের ব্যথা নিয়ে রবিবার মধ্যরাতে ময়মনসিংহ সদরের খাকডহর কল্যাণপুর গ্রামের গৃহবধূ জান্নাত বেগম ভর্তি হন পরশ প্রাইভেট হাসপাতালে। সিজারের পর জান্নাতকে মৃত পুত্রসন্তান দেয়া হলে নবজাতকের দেহে আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। অভিযোগ, হাসপাতালের পরিচালক ও কর্তব্যরত চিকিৎসকের গাফিলতির কারণে নবজাতকের মৃত্যুর। পুলিশ জানায়, রবিবার রাত ১১টার দিকে প্রচ- প্রসব ব্যথা নিয়ে নগরীর কৃষ্টপুর আলিয়া মাদরাসা রোডের পরশ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় খাগডহর কল্যাণপুর গ্রামের হারুনের স্ত্রী জান্নাত বেগমকে। রাত ১২টার দিকে সিজারের পর মৃত পুত্র সন্তানকে তুলে দেয়া হয় জান্নাতের স্বজনদের কাছে। নবজাতকের পিঠের চামড়া ওঠানোসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। এ নিয়ে কানাঘুষা শুরু হলে প্রসূতিকে রেখে মৃত সন্তানসহ পরিবারের সদস্যদের সোমবার সকালে হাসপাতাল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, অপারেশন থিয়েটারে মায়ের পেট থেকে নবজাতককে বের করার সময় আঘাতের কারণে সন্তান মারা গেছে।
×