ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৬:১০, ২২ জানুয়ারি ২০১৯

রাজধানীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগনের একটি বাসা থেকে রুনা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ এবং যাত্রাবাড়ী থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল দশটার দিকে কলাবাগানের নর্থ সার্কুলার রোডের ভুতের গলির ৮ নম্বর বাসা থেকে রুনার (২০) লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, রুনাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী আসিফ পালিয়ে গেছে। পুলিশ জানায়, শরীয়তপুরের নড়িয়ার শালদ গ্রামের নুর মিয়ার মেয়ে রুনা। তার বাবা-মা ও অন্য ভাইবোন ভুতের গলির ৬২/২ নম্বর বাসায় থাকেন। রুনার বড় ভাই আদনান আলম জানান, রুনার স্বামী আসিফ শাহবাগে ফুলের ব্যবসা করেন। দেড় বছর আগে প্রেমের সম্পর্কে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভুতের গলির ওই বাসার নিচ তলায় বসবাস করছিল। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল রুনা। আদনানের দাবি, পরকীয়ায় জড়িত রুনার স্বামী আসিফ। রবিবার রুনা স্বামীসহ তার বাবার বাসায় এসেছিল। আসিফ মোবাইলে প্রেমিকার সঙ্গে কথা বলছিল। এ নিয়ে রাগারাগির এক পর্যায়ে তারা সন্ধ্যা ছয়টার দিকে বাসায় চলে যায়। রবিবার সকাল ছয়টার দিকে আসিফের ভাই সজিব গাজীপুর থেকে ফোন দিয়ে তাকে জানায়, রুনা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাসায় গিয়ে রুনাকে খাটের ওপর শুয়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই আসিফের খবর নেই। রুনার ভাই আলমের অভিযোগ, আসিফই রুনাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। কলাবাগান থানার এসআই মোঃ আরিফ জানান, রুনার গলায় কালচে দাগ আছে। স্বামী আসিফ পলাতক। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এদিকে সোমবার বেলা তিনটার দিকে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি ঝোঁপের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষের (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, সপ্তাহখানেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
×