ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেগানেসের বিপক্ষে বার্সিলোনার আয়েশি জয়

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জানুয়ারি ২০১৯

লেগানেসের বিপক্ষে বার্সিলোনার আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ জয়ী তরুণ ফরাসী তারকা উসমান ডেম্বেলে প্রতিনিয়তই নিজেকে মেলে ধরছেন। বর্তমান বিশ্ব ফুটবলে তরুণ তারকাদের মধ্যে তার পারফর্মেন্সই সবচেয়ে ধারাবাহিক। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার হয়ে সে প্রমাণ রেখে চলেছেন নিয়মিত। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে আবারও গোল করেছেন ডেম্বেলে। আরও গোল করেছেন দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তাতে ন্যুক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে অতিথি লেগানেসকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সিলোনা। দারুণ এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত হয়েছে কাতালানদের। বর্তমানে ২০টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৪৬। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো মাদ্রিদ আর ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠের ম্যাচে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে মূল একাদশ থেকে মেসিকে বিশ্রাম দিয়েছিলেন। সেই সুযোগে ডেম্বেলে অনেকটা একক প্রচেষ্টায় ৩২ মিনিটে বার্সাকে এগিয়ে নেন। ২১ বছর বয়সী এই ফরাসী তারকা ৬৯ মিনিটে গোড়ালিতে হাল্কা আঘাত পেয়ে মাঠ ছাড়েন। কিন্তু তার আগেই মার্টিন ব্রেথওয়েইটের গোলে ৫৭ মিনিটে সমতা ফেরায় লেগানেস। ৬৪ মিনিটে কার্লোস আনেলার স্থানে মেসিকে মাঠে নামান ভালভার্ডে। আর মাঠে নেমেই নিজেকে প্রমাণে খুব বেশি দেরি করেননি আর্জেন্টাইন সুপারস্টার। মেসির জোরালো শট লেগানেস গোলরক্ষক পিচু কিউলার আটকাতে ব্যর্থ হলে লুইস সুয়ারেজ সেই বল নিয়ন্ত্রণে নিয়ে ৭১ মিনিটে আরেকবার এগিয়ে দেন বার্সাকে। ম্যাচের ইনজুরি সময়ে মেসি নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন। যদিও সুয়ারেজের গোল নিয়ে লেগানেস প্রতিবাদ করেছিল। পিচুকে ফাউলের অপরাধে গোলটি বাতিলের অনুরোধও জানিয়েছিল সফরকারীরা। ম্যাচ শেষে লেগানেস কোচ মরিসিও পেলেগ্রিনো বলেন, এটা স্পষ্ট ফাউল ছিল। এই ধরনের সিদ্ধান্তের সহযোগিতা নেয়ার কোন প্রয়োজনই বার্সার নেই। কিন্তু ভিএআর ফাউলের বিষয়টি নাকচ করে দেয়। তবে সবমিলিয়ে এই জয়টা বার্সেলোনার প্রাপ্য ছিল। এর মাধ্যমে এ্যাটলেটিকো মাদ্রিদের থেকে নিজেদের পয়েন্টে ব্যবধান এগিয়ে রাখলো কাতালানরা। ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেয়ায় সমালোচিত হয়েছিলেন ভালভার্ডে। তবে চ্যাম্পিয়ন্স লীগকে সামনে রেখে সিদ্ধান্তটা যথার্থ ছিল বলে দাবি করেন বার্সা কোচ। ম্যাচ শেষে ভালভার্ডে বলেন, আমাদের অনেক ম্যাচ বাকি। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে লেগানেস কোচ বলেন, মেসিকে ছাড়া কিংবা মেসিসহ পুরো ম্যাচটাই কঠিন ছিল। ম্যাচে এক গোল করে উরুগুইয়ান তারকা সুয়ারেজ বার্সিলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়েছেন। বার্সিলোনার হয়ে সুয়ারেজের এটি ১৬৭তম গোল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সুয়ারেজ বলেন, এটা অনেক গৌরবের। আমি প্রতিনিয়ত এভাবে দলকে সহযোগিতা করে যেতে চাই। আমার এ পথে সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে মেসির কথা আলাদা করে বলতেই হবে। তার সঙ্গে তুলনা করার মতো কেউ নেই। মেসির সঙ্গে খেললে সবকিছু সহজ হয়ে যায়। আমি প্রতিনিয়ত শিখেই চলেছি। একজন খেলোয়াড় কিভাবে এতটা ধারাবাহিক ভাল খেলা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। সুয়ারেজ আরও বলেন, এবার আমরা সব টুর্নামেন্টে ভাল করতে চাই। এ জন্য নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করছি। আশা করছি মৌসুম শেষে ফলও আসবে।
×