ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে সেরেনা

প্রকাশিত: ০৬:৪৯, ২২ জানুয়ারি ২০১৯

কোয়ার্টার ফাইনালে সেরেনা

জিএম মোস্তফা ॥ অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেও সেরেনা উইলিয়ামস দুর্বার। সোমবার টুর্নামেন্টের শেষ ষোলোতে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপকেও হারিয়ে দেন তিনি। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এদিন ৬-১, ৪-৬ এবং ৬-৪ গেমে পরাজিত করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। শেষ আটে তার বাধা এখন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। টুর্নামেন্টের সপ্তম বাছাই পিসকোভা দিনের আরেক ম্যাচে পরাজয়ের স্বাদ উপহার দেন গারবিন মুগুরুজাকে। সেরেনা-পিসকোভা ছাড়াও মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্টেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় নাওমি ওসাকা এবং ইউক্রেনের এলিনা সিতলিনা। শেষ ষোলোর লড়াইয়ে নাওমি ওসাকা লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে পরাজিত করেন। ইউ এস ওপেনের চ্যাম্পিয়ন এদিন পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন সেভাস্তোভাকে। অন্যদিকে ইউক্রেনের এলিনা সিতলিনা কোয়ার্টার ফাইনালের টিকেট কাটেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিসন কেইসকে বিদায় করে। এদিন তিনি ৬-২, ১-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন মেডিসন কেইসকে। ২০১৬ সালে প্রথম কন্যা সন্তানের মা হন সেরেনা উইলিয়ামস। এরপর থেকেই প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের জন্য হন্যে হয়ে লড়াই করছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। গত মৌসুমে মেজর দুই টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। দুই টুর্নামেন্টের দুটিতেই হেরে স্বপ্ন ভঙ্গের বেদনায় ডুবেন তিনি। তবে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে কোর্টে নামেন বয়সে সাঁইত্রিশকে ছাড়িয়ে যাওয়া সেরেনা উইলিয়ামস। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে তার পারফর্মেন্সই বড় প্রমাণ। টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে উঠার পথে ইউজেনি বাউচার্ড এবং সর্বশেষ সিমোনা হ্যালেপকেও পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন সেরেনা উইলিয়ামস। এক নম্বর খেলোয়াড় হ্যালেপকে হারাতে তিনি সময় নেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। তবে প্রথম সেট জিতেছিলেন মাত্র ২০ মিনিটে। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন। যদিওবা শেষ সেটে আর পেরে উঠতে পারেননি হ্যালেপ। রোমানিয়ান তারকাকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেন সেরেনা উইলিয়ামস। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের বিপক্ষে শেষ ১০ মুখোমুখি লড়াইয়ে নয়টিতেই জয় পেয়েছেন সেরেনা। এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে জিতে আমেরিকান তারকার উচ্ছ্বাসের মাত্রাটাও একটু বেশি। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটা লড়াই হয়েছে। অবিশ্বাস্য কিছু পয়েন্ট ছিল। যার জন্য উভয়েই লড়াই করেছি আমরা। তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে আমি খুব খুশি। কেননা সে বিশ্বের এক নম্বর খেলোয়াড়। এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। অসাধারণ মাপের একজন খেলোয়াড় সে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। যে কারণেই তার বিপক্ষে জয়টাকে আমার অবশ্যই মূল্যায়ন করা উচিত।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা। আমেরিকান তারকার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। আর মাত্র একটি গ্র্যান্ডস্লাম জিতলেই সবমিলিয়ে ২৪ গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সেই পথ থেকে সেরেনা উইলিয়ামস এখন আর মাত্র তিন ম্যাচ দূরে। এদিকে জাপানের নাওমি ওসাকাও দুর্দান্ত শুরু করেছেন নতুন বছর। গত মৌসুমেই বিশ্ব টেনিসের পাদপদীপের আলোয় উঠে আসনে নাওমি ওসাকা ইউ এস ওপেন জয়ের সৌজন্যে। তাও আবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে। ২০ বছর বয়সেই সেরেনাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জিতে বিশ্ব টেনিসে রীতিমতো ঝড় তুলেছিলেন ওসাকা। এবার কী পারবেন গ্র্যান্ডস্লামের সংখ্যাটাকে দুইয়ে পরিণত করতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×