ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৬:৫৩, ২২ জানুয়ারি ২০১৯

সংক্ষিপ্ত সংবাদ

লায়লা আলম আন্তর্জাতিক দাবা স্পোর্টস রিপোর্টার ॥ প্রবীণ দাবাড়ু খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ‘বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা’ ১০ আসরের খেলা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। সব বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে ২০০ টাকা এন্ট্রি ফিসহ নাম জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ ৬৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে। চেন্নাই গ্র্যান্ডমাস্টার দাবায় আবজিদের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠানরত ১১তম চেন্নাই ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের আবজিদ রহমান ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া মাসুম রাহী দেড় ও আলী আহসান হওয়েল এক পয়েন্ট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের খেলায় আবজিদ ভারতের ফাতিমা আবদিনকে হারান। রাহী ভারতের ¯েœহাল ভোসলের কাছে ও জুয়েল ভারতের তেজাস সুরেশ কুমারের কাছে হেরে যান। দ্বিতীয় বিভাগ কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ। সোমবারের খেলায় সোনালী ব্যাংক ৫০-৪৪ পয়েন্টে মাহমুদপুর মডার্ন স্পোর্টিং ক্লাবকে এবং কাবাডি সোসাইটি (ব্রাহ্মণবাড়িয়া) ৪৫-২৫ পয়েন্টে নারায়ণগঞ্জ কাবাডি ক্লাবকে হারায়। মধুপুরে হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মধুপুর উপজেলায় শেষ হলো বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা। ফাইনালে কুড়ালিয়া বি কে উচ্চ বিদ্যালয়কে ৬-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইদিলপুর উচ্চ বিদ্যালয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আউশনারা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা।
×