ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে মূল্য সংশোধন কমেছে লেনদেন

প্রকাশিত: ০৬:৫৪, ২২ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে মূল্য সংশোধন কমেছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার উত্থান হলেও সোমবার মূল্য সংশোধনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। বিনিয়োগাকারীদের মুনাফা তোলার নীতির কারণে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেন সোমবারও কমেছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবারও দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মাঝে বীমা কোম্পানির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে। বেশ কয়েকটি সাধারণ বীমার শেয়ারের কোন বিক্রেতা ছিল না। উল্টো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরপতন দেখা গেছে। একইভাবে বস্ত্রখাতেও মিশ্র প্রবণতা দেখা গেছে। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৩১৫ ও ২০২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির বা ৩৬ শতাংশের, কমেছে ১৮৪টির বা ৫৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ২৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ১৯ কোটি ৬৯ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ড্রাগন সোয়েটার। টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রিমিয়ার ব্যাংক, ফার্মা এইডস, এসএস স্টিল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং লংকা-বাংলা ফাইন্যান্স। এদিকে সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাভার রিফ্র্যাক্টরিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রবিবার সাভার রিফ্র্যাক্টরিজের শেয়ার দর ছিল ১৩৬.৮০ টাকা। যা লেনদেন শেষে দাঁড়িয়েছে ১২৩.২০ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ১৩.৬০ টাকা বা ৯.৯৪ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর হারানোর তালিকার শীর্ষে উঠে আসে। সোমবার দর হারানোর শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসএস স্টিলের ৮.৩৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৭.৮৫ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬.১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৬.০২ শতাংশ, এমএল ডাইংয়ের ৪.৬৫ শতাংশ, বে লিজিংয়ের ৪.৫৮ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.০২ শতাংশ, ন্যাশনাল হাউসিংয়ের ৩.৯৯ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর ৩.৯৫ শতাংশ কমেছে।
×