ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনলিমায় বেশি বেড়েছে কমেছে স্কয়ার ফার্মার

প্রকাশিত: ০৬:৫৪, ২২ জানুয়ারি ২০১৯

আনলিমায় বেশি বেড়েছে কমেছে স্কয়ার ফার্মার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিসেম্বর মাসে শতাংশের বিচারে কোন কোম্পানির মোট শেয়ারে তালিকাভুক্ত আনলিমা ইয়ার্নে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হয়েছে এবং কাট্টলি টেক্সটাইল থেকে সবচেয়ে বেশি কমেছে। আনলিমায় ১০ শতাংশ শেয়ার বেড়েছে, বিপরীতে কাট্টলি থেকে একই পরিমাণ কমেছে। অন্যদিকে, টাকার অঙ্কে সবচেয়ে বেশি বিনিয়োগ বেড়েছে ইফাদ অটোসে, যার পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকা। এ হিসাবে প্রাতিষ্ঠানিক শেয়ার সবচেয়ে বেশি কমেছে স্কয়ার ফার্মা থেকে, যার পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে তালিকাভুক্ত ৩০৯টির প্রকাশিত শেয়ার ধারণের তথ্য পর্যালোচনায় এমন তথ্য মিলেছে। যথারীতি সিএনএটেক্স ও তুংহাই নিটিং শেয়ার ধারণের তথ্য প্রকাশ করেনি। পর্যালোচনায় দেখা গেছে, গতমাসে ১৪৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে। অন্তত এক শতাংশ বেড়েছে এমন কোম্পানির সংখ্যা ২৪টি। বিপরীতে ১১৫ কোম্পানি থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে। অন্তত এক শতাংশ কমেছে এমন কোম্পানি ২৪টি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ডিসেম্বরে মোট কত টাকার শেয়ার কিনেছিল বা বিক্রি করেছিল, সে তথ্য বিদ্যমান ব্যবস্থায় পাওয়ার সুযোগ নেই। তবে শেয়ারগুলোর গড়মূল্য বিবেচনায় ১৪৭ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে শেয়ার বেড়েছে, তার আনুমানিক বাজারমূল্য ছিল ৪০০ কোটি টাকা। বিপরীতে ১১৫ কোম্পানি থেকে যে পরিমাণ শেয়ার কমেছে তার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ গতমাসে বড় বিনিয়োগকারীরা বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাহার করেছেন। বেড়েছে ॥ ডিসেম্বর শেষে আনলিমা ইয়ার্নে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বেড়ে কোম্পানিটির মোট শেয়ারের ১৬ শতাংশ ছাড়িয়েছে, যা নবেম্বরেও ছিল ৬ শতাংশ। শতাংশের হিসাবে বড় হলেও গতমাসে টাকার অঙ্কে নিট বিনিয়োগ হয়েছে সাত কোটি টাকা। এতে শেয়ারটির দরেও বড় উলম্ফন হয়েছে। নবেম্বরের শেষ দিনের তুলনায় ডিসেম্বরের শেষ দিনে এসে শেয়ারটির দর ৩১ শতাংশ বেড়ে প্রায় ৪০ টাকা ছুঁয়েছিল। প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধিতে আনলিমার পরের শীর্ষ অবস্থানে ছিল ঢাকা ইন্স্যুরেন্স (৮.৮৪%), বিডি অটোকার (৬.০৫%), প্যারামাউন্ট ইন্স্যুরেন্স (৫.৬৪%), ইস্টার্ন কেবল (৪.৮৩%), এমারেল্ড অয়েল (৪.৬৮%), আলহাজ টেক্সটাইল (২.৯৬%), উসমানিয়া গ্লাস (২.৪৬%), মার্কেন্টাইল ইন্স্যুরেন্স (২.২৩%) ও এ্যাকটিভ ফাইন (২.০২%)। প্রাতিষ্ঠানিক শেয়ার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির কারণে বিডি অটোকারের শেয়ারদর ৩৬ শতাংশ বেড়ে ৩০১ টাকা ছাড়ায়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর ২৭ শতাংশ বেড়ে ১৭ টাকা, ইস্টার্ন ক্যাবলসের শেয়ারদর ১৭ শতাংশ বেড়ে ২৩৪ টাকা, এমারেল্ড অয়েলের শেয়ারদর ৬৬ শতাংশ বেড়ে ১৫ টাকা ছাড়িয়েছিল। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধিও প্রভাব ছিল না ঢাকা ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, উসমানিয়া গ্লাস ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারদরে। এদিকে টাকার হিসাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে ইফাদ অটোসের পরের অবস্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস (২৭ কোটি টাকা), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (১৭ কোটি টাকা), এ্যাকটিভ ফাইন (১৩ কোটি টাকা), মবিল যমুনা (১৩ কোটি টাকা), মেঘনা পেট্রোলিয়াম (১১ কোটি টাকা), শাহজিবাজার পাওয়ার (১০ কোটি টাকা)। এগুলোর মধ্যে শুধু ইস্টার্ন ক্যাবলের শেয়ারদর বেড়েছে। শেয়ারটির দর প্রায় ১৭ শতাংশ বেড়ে ২৩৪ টাকায় ছাড়ায়। তবে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর সোয়া ৫ শতাংশ কমে ১৮৮ টাকায় নেমেছিল। কমেছে ॥ গত নবেম্বর শেষে কাট্টালি টেক্সটাইলে প্রাতিষ্ঠানিক শেয়ার ছিল কোম্পানিটির মোট শেয়ারের ২৬ শতাংশ, যা ডিসেম্বর শেষে নেমেছে ১৬ দশমিক ১৩ শতাংশে। অর্থাৎ এক মাসে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে মোট শেয়ারের প্রায় ১০ শতাংশ। এতে শেয়ারটির দরে বিরূপ প্রভাবও পড়ে। দর প্রায় ২৩ শতাংশ কমে ২৫ টাকায় নামে। কাট্টলি টেক্সটাইলের পরের অবস্থানে ছিল এফএএস ফাইন্যান্স। এ কোম্পানি থেকেও প্রাতিষ্ঠানিক শেয়ার মোটের প্রায় ১০ শতাংশ কমে ২৩ শতাংশে নেমেছে। এসকে ট্রিমস থেকে সাড়ে ৯ শতাংশ কমে ২২ দশমিক ৮৩ শতাংশে, আরডি ফুড থেকে ৯ শতাংশ কমে ১০ শতাংশে ও নূরানি ডাইং থেকে সোয়া ৮ শতাংশ কমে ৯ শতাংশের নিচে নেমেছে। এছাড়া একই হিসাবে সায়হাম টেক্সটাইল থেকে প্রাতিষ্ঠানিক শেয়ার কোম্পানিটির মোট শেয়ারের সাড়ে ৭ শতাংশ কমে মোটের ১৬ দশমিক ৯১ শতাংশে নেমেছে। প্রায় ৬ শতাংশ হারে শেয়ার কমে মেঘনা লাইফ ও ইন্দোবাংলা ফার্মার প্রাতিষ্ঠানিক শেয়ার নেমেছে যথাক্রমে সোয়া ৩২ ও ২৮ শতাংশের নিচে।
×