ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিবিএস ক্যাবলের মুনাফা বেড়েছে ১২ গুণ

প্রকাশিত: ০৬:৫৫, ২২ জানুয়ারি ২০১৯

বিবিএস ক্যাবলের মুনাফা বেড়েছে ১২ গুণ

২০১২-১৩ হিসাব বছরে বিবিএস ক্যাবলের মুনাফা ছিল ৮ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার টাকা। ছয় বছর পর ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ১১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকায়। ছয় বছরে মুনাফা বেড়েছে ১২৪৩ শতাংশ বা সাড়ে ১২ গুণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, গত ছয় বছরে মুনাফা ছাড়াও কোম্পানিটির সম্পদের পরিমাণ, পণ্য বিক্রির হারসহ ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, ২০১২-১৩ হিসাব বছরে বিবিএস ক্যাবলসের মোট মুনাফা ছিল ৮ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার টাকা এবং সম্পদ ছিল ২২১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকার। এরপর থেকেই ধারাবাহিকভাবে বেড়েছে এর মুনাফা ও সম্পদের পরিমাণ। ছয় বছর পর ২০১৭-১৮ হিসাব বছরে প্রতিষ্ঠানটির মোট মুনাফা দাঁড়িয়েছে ১১১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকায় এবং সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৫৬ কোটি ২৩ লাখ ৬৬ হাজার টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×