ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কোয়াড অভিযানে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

প্রকাশিত: ০৭:০২, ২২ জানুয়ারি ২০১৯

স্কোয়াড অভিযানে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

ওজন ও পরিমাপে কারচুপি, কাপড় পরিমাপে গজ কাঠির ব্যবহার এবং নন স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাঁড়িপাল্লা) ব্যবহারের অপরাধে ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর এলাকার মেসার্স বিউটি সুইট মিট, মেসার্স মুসলিম সুইট এ্যান্ড বেকারি এবং মেসার্স টাঙ্গাইল ভি.আই.পি সুইটস-এর দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও টঙ্গী এলাকার দ্য টপ টেন ও মেসার্স সাকিব ফেব্রিক্স এবং মেসার্স বিসমিল্লাহ কর্পোরেশন নন স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাঁড়িপাল্লা) ব্যবহারের অপরাধে এ মামলা দায়ের করা হয়। -বিজ্ঞপ্তি
×