ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন

প্রকাশিত: ০৭:৩৪, ২২ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে মেয়ে জামাতার ছুরিকাঘাতে ওয়াহাব মিয়া (৫৮) নামে একজনের শ্বশুর নিহত হয়েছে। এ ঘটনায় জামাতা আলমগীর হোসেনকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত সাড়ে ৭টায় ফতুল্লার আলীগঞ্জ মধ্যপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ওয়াহাব মিয়া আলীগঞ্জ মধ্যপাড়ার মৃত কাদির মিয়ার ছেলে ও গ্রেফতার আলমগীর হোসেন দাপা উকিলবাড়ি মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ছালেকুজ্জামান নিহতের আত্মীয়-স্বজনের বরাত দিয়ে জানান, ওয়াহাব মিয়ার মেয়ে শাহনাজ আক্তারের সঙ্গে আলমগীর হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো। কয়েক মাস ধরে আলাদা বসবাস করছে তারা। সোমবার রাত সাড়ে ৭টায় আলমগীর হোসেন তার শ্বশুরবাড়িতে গেলে স্ত্রী শাহনাজ আক্তারের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। শ্বশুর ওয়াহাব মিয়া এগিয়ে এলে প্রথমে তাকে মারধর করে। পরে ধারালো ছুরি দিয়ে ওয়াহাব মিয়াকে আঘাত করে। এতে ওয়াহাব মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা ওয়াহাব মিয়াকে শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জামাতা আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা থানার ওসি এসএম মঞ্জুর কাদের জানান, স্ত্রী শাহনাজের সঙ্গে স্বামী আলমগীর হোসেনের সম্পর্কের অবনতি ঘটলে স্ত্রী বাপেরবাড়িতে চলে যায়। পরে আলমীর হোসেন শ্বশুরবাড়িতে এলে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শ্বশুর এগিয়ে এলে তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতেই তার মৃত্যু হয়। জামাতা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×