ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ফায়ার সার্ভিস ও খাদ্য গুদামের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৭:৩৮, ২২ জানুয়ারি ২০১৯

বরিশালে ফায়ার সার্ভিস ও খাদ্য গুদামের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রেশন দিতে গড়িমসি এবং ওজনে রেশনের পরিমাণ কম দেয়া নিয়ে বরিশালে খাদ্য বিভাগের গুদামে ভাংচুর করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেলেও তাদের দাবি প্রথমে ফায়ার সার্ভিসের কর্মকর্তার ওপর হামলা ও মারধর করেছে খাদ্য বিভাগের কর্মচারীরা। হামলায় আহত চারজন ফায়ার সার্ভিসের কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর বান্দ রোডের খাদ্য বিভাগের গুদামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রেজাউল করিমকে আটক করে। বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন বলেন, আমরা পাঁচদিন যাবত রেশন নিতে গুদামে আসছি কিন্তু তারা নানাভাবে গড়িমসি করছে এবং রেশন নিতে টাকা দাবি করছেন। এছাড়া প্রতিমাসে রেশন ওজনে এক শ’ থেকে দেড় শ’ কেজি কম দিচ্ছে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে খাদ্য বিভাগের কর্মকর্তারা আমার ওপর প্রথমে হামলা চালায়। পরবর্তীতে আমার সঙ্গে থাকা কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এদিকে খাদ্য বিভাগের এলএইচডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের লোকজন রেশন নিতে যখন এসেছে তখন পর্যাপ্ত লোকজন না থাকায় তাদের অপেক্ষা করতে বলা হয়। কিন্তু তারা ধৈর্য হারা হয়ে ৩-৪টি গাড়ি নিয়ে এসে খাদ্য গোডাউনে ভাংচুর চালায়। এ সময় খাদ্য গুদামের উপ-পরিদর্শক হুমায়ুন কবির, নিরাপত্তা কর্মী রেজাউল করিমসহ কয়েকজন আহত হয়। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×