ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজল আরিফ-ন্যান্সির ‘বর্ষাবরণ’ আলোচনায়

প্রকাশিত: ০৭:৫৫, ২২ জানুয়ারি ২০১৯

কাজল আরিফ-ন্যান্সির ‘বর্ষাবরণ’ আলোচনায়

স্টাফ রিপোর্টার ॥ কাজল আরিফ ও নাজমুন মুনিরা ন্যান্সির প্রথম দ্বৈত গান ‘বর্ষাবরণ’ সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ-অগ্নিবীণার ব্যানারে প্রকাশ পেয়েছে। নতুন এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন আরিফ নিজেই। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছেন শিল্পী কাজল আরিফ। অনেকেই তার এই নতুন গানটি নিয়ে বেশ প্রশংসা করেছেন। এ নিয়ে বেশ উৎফুল্ল কাজল আরিফ। ‘আমার বর্ষাবরণ মনে, তুই সামান্য খড়কুটো, জানি বাঁচব না আর আমি, যদি ছেড়ে দিস এই মুঠো’Ñ এমনি কথামালায় আবৃত এ গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আফরান খান ও আমায়া নূর। আতিফ আসলাম বাবলু পরিচালিত এই ভিডিওতে কণ্ঠশিল্পী ন্যান্সি ও কাজল আরিফকেও দেখা যাচ্ছে। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে বলে জানান ভিডিও নির্মিাতা আতিফ আসলাম বাবলু। নতুন এই গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, বেশ যতœ নিয়ে গানটি গেয়েছি আমি ও ন্যান্সি আপু। এই গানের কথা ও সুর খুবই হৃদয়গ্রাহী। পাশাপাশি মীর মাসুম ভাই চমৎকার সঙ্গীতায়োজন করেছেন। বরাবরের মতো এবারের গানটিকেও সঙ্গীতপ্রেমীরা পছন্দ করেছেন। অনেকেই ফোন করে তাদের ভাল লাগার কথা জানিয়েছে। দর্শকশ্রোতাদের সাড়া বেশ ভাল লাগছে। গানটির প্রকাশনা প্রতিষ্ঠান জিসিরিজ ও স্পন্সর করেছে ইম্পালস হসপিটাল। তাদের সহযোগিতা না পেলে এখন হয়তো গানটি প্রকাশ করা সম্ভব হতো না। অশেষ কৃতজ্ঞতা এই দুই প্রতিষ্ঠানের প্রতি। প্রসঙ্গত ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক এ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। এর ‘মেঘে মেঘে’, জানতে ইচ্ছে করে’ ও ‘রাজা’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পায়। এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’ ও ‘কসম দিলাম’ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি ‘অজানা পথে’ এবং ‘কেউ নই কারও আপন’ গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়।
×