ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পকলায় জাতীয় পিঠা উৎসব শুরু কাল

প্রকাশিত: ০৭:৫৫, ২২ জানুয়ারি ২০১৯

শিল্পকলায় জাতীয় পিঠা উৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব ১৪২৫’ আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। উৎসব চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। দশ দিনের এই মহোৎসবের শুভ উদ্বোধন হবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন ম. হামিদ। বিশেষ অতিথি থাকবেন আইটিআইয়ের সম্মানিক সভাপতি নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নৃত্যগুরু আমানুল হক, সমরজিৎ রায় চৌধুরীসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ আলাম। খন্দকার শাহ আলাম বলেন, বিগত ১১ বছর ধরে আমরা এই আয়োজন করে আসছি। এবারের উৎসব ১২তম। এবারের আয়োজনে মোট ৪০টিরও অধিক স্টল অংশ নিচ্ছে। উৎসব চলাকালে কফি হাউস প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে এবারও ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে থাকবে নাটক মঞ্চায়ন, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি অনুষ্ঠান। থাকবে গুণীজনদের আলোচনা। এই উৎসবের যুগপূর্তি উপলক্ষে এবারেও রাজধানীবাসী দেশের ঐতিহ্যবাহী পিঠা পুলির স্বাদ নিতে পারবেন। আমরা আশা করছি বরাবরের মত আয়োজন বেশ জমজমাট হবে। উৎসব ব্যবস্থাপনায় রয়েছে কফি হাউস। এদিকে সম্প্রতি যুগপূর্তি জাতীয় পিঠা উৎসবের প্রথম সাধারণ সভা কফি হাউসে অনুষ্ঠিত হয়। জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি নাট্যজন বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকীকে আহ্বায়ক এবং খন্দকার শাহ্ আলমকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আগামী ২৩-৩১ জানুয়ারি নয় দিনব্যাপী উৎসবের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়। পরে উৎসবের সূচী একদিন বাড়িয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। পিঠা উৎসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
×